বাংলায় রেকর্ড সংখ্যক কলেজ পেল NAAC-র গ্রেড

কয়েক বছর আগে অবধি বিপুল সংখ্যক কলেজ ন্যাকের মূল্যায়ন না করেই চলছিল।

October 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ন্যাকের মূল্যায়নের পর বিগতবার গ্রেড পেয়েছিল রাজ্যের ৩৭৬টি কলেজ। সেটাই ছিল রেকর্ড। চলতি বছরে তা ছাপিয়ে ৪০০ পার করেছে। বাংলা ৪০০-র বেশি কলেজ এখন ‘ন্যাক অ্যাক্রেডিটেড’। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিলের মূল্যায়নের পর বেশিরভাগ গ্রেড পেয়ে গেলেও কিছু এমন কলেজ আছে, যাদের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। শীঘ্রই তা ঘোষণা করা হবে। এর আগে এত সংখ্যক কলেজ ন্যাক আক্রিডেটেড হয়নি। জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পর নতুন নিয়ম কার্যকর করা বা কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না কলেজগুলির।

কয়েক বছর আগে অবধি বিপুল সংখ্যক কলেজ ন্যাকের মূল্যায়ন না করেই চলছিল। আগামী দিনে অনুদান ও অন্যান্য সুবিধে পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। লাগাতার এই ইস্যু নিয়ে কলেজগুলিকে চাপ দিতে থাকে উচ্চ শিক্ষা দপ্তর। দফায় দফায় কর্মশালার আয়োজন করা হয়েছিল। দ্রুত তারা যাতে মূল্যায়নের জন্য প্রস্তুতি শুরু করে তার আবেদন করা হয়। এখন সুফল মিলছে। বিগত কয়েক মাসে রাজ্যে বহু কলেজের ফলাফল বেরিয়েছে। কোনও কোনও কলেজ এ গ্রেড পেয়েছে তো কোনও কলেজ এ প্লাস। বি, সি গ্রেডও পেয়েছে কোনও কোনও কলেজ।

রাজ্যে এই মুহূর্তে ৫১১টির কলেজ রয়েছে। তারমধ্যে ৮০ শতাংশের বেশি এখন কোনও না কোনও গ্রেড পেয়েছে। এমন কিছু কলেজও আছে যাদের মূল্যায়ন হয়ে গিয়েছে। ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে। উচ্চশিক্ষা দপ্তরের মতে, ন্যাক মূল্যায়নের নিরিখে দেশের মধ্যে একেবারে উপরের দিকেই থাকবে বাংলা। যেসব কলেজ এখনও মূল্যায়নের আবেদন করেনি বা তার প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারাও খুব শীঘ্রই ন্যাক অ্যাক্রেডিটেড হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen