থাকবে না ঝক্কি, সরলীকরণ হচ্ছে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া! কীভাবে করবেন ‘স্লট’ বুকিং?
প্রতি আধঘণ্টায় ৫ জনকে সময় দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, আগামী এপ্রিল মাস থেকে রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ঘরে বসেই করা যাবে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের ‘স্লট’ বুকিং। চালু হচ্ছে ‘কিউ ম্যানেজমেন্ট’ ব্যবস্থা। এক্ষেত্রে অনলাইনে ‘অ্যাপয়েন্টমেন্ট’ নিতে হবে। এরপর অনলাইনে ‘স্লট’ পেয়ে গেলেই মিলবে সুরাহা। তারপর রেজিস্ট্রেশন অফিসে গেলে মিলবে একটি টোকেন। অফিসের প্রতিটি কাউন্টারের সামনে লাগানো থাকবে বৈদ্যুতিন ডিসপ্লে বোর্ড। সেখানে টোকেনের নাম্বার দেখা গেলে সেই কাউন্টারের সামনের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। এভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে রেজিস্ট্রেশন (Registration) পর্ব।
জানা গিয়েছে, প্রতি আধঘণ্টায় ৫ জনকে সময় দেওয়া হবে বলে ঠিক হয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী এপ্রিল মাস থেকে রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি অফিসে এই ব্যবস্থা চালু করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে।