প্রয়াত বলিউডের কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
গত ১০ আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় শিল্পীর।
September 21, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

প্রায় দেড়মাস চিকিৎসাধীন থাকার পর প্রয়াত বলিউডের কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৮। গত ১০ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ।
গত ১০ আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় শিল্পীর। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর সুস্থতার দিকে এগোচ্ছিলেন তিনি। জ্ঞানও ফিরেছিল তাঁর। তবে গত ১ সেপ্টেম্বর আবার তাঁর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে আবার লাইফ সাপোর্ট সিস্টেমেরাখা হয়। গত ২০ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে চলে গেলেন তিনি।