সোনার দাম আকাশ ছোঁয়া, রুপোর গয়নায় ফিরুক জৌলুস, জেনে নিন ৫টি ঘরোয়া উপায়

November 5, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৭:  সোনার দাম আকাশ ছোঁয়া। তাই ফ্যাশনে এখন ট্রেন্ড ‘রুপোর গয়না’ ও অক্সিডাইজড জুয়েলারি। শাড়ি, কুর্তা কিংবা ওয়েস্টার্ন পোশাক — সব কিছুর সঙ্গেই মানিয়ে যায় এই গয়না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর উজ্জ্বলতা হারিয়ে কালচে হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই! কয়েকটি সহজ ঘরোয়া টিপস মানলেই আপনার কালো রুপোর গয়না হবে ঝকঝকে।

১. টুথপেস্টে পরিষ্কার করুন: অল্প টুথপেস্ট নিয়ে নরম ব্রাশে গয়নাটা আলতোভাবে ঘষে কুসুম গরম জলে ধুয়ে নিন। এতে দাগ ও কালচে ভাব দূর হবে।

২. বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ: আধা-চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। গয়নায় লাগিয়ে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। পুরনো দাগ উঠে উজ্জ্বলতা ফিরে আসে।

৩. অ্যালুমিনিয়াম ফয়েল ও গরম জলের ম্যাজিক: একটি বাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে গয়না রাখুন। তার ওপর বেকিং সোডা ছিটিয়ে কুসুম গরম জল ঢেলে রাখুন কয়েক মিনিট। পরে মুছে নিন, গয়না হবে একদম নতুনের মতো।

৪. ভিনেগারে ভিজিয়ে রাখুন: এক কাপ ভিনেগারে ৫–১০ মিনিট গয়না ভিজিয়ে রাখুন, তারপর ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিন। উজ্জ্বলতা ফিরে আসে সঙ্গে দুর্গন্ধও দূর হয়।

৫. ব্যবহার শেষে শুকনো কাপড়ে মুছে রাখুন: ভেজা অবস্থায় রাখলে রূপো দ্রুত কালচে হয়ে যায়। তাই ব্যবহার শেষে ভালোভাবে শুকিয়ে রাখুন।

৬. এয়ারটাইট পাউচ বা বক্সে সংরক্ষণ করুন: রূপো বাতাসে অক্সিডাইজড হয়, তাই প্রতিটি গয়না আলাদা করে প্লাস্টিক পাউচে বা এয়ারটাইট বাক্সে রাখলে ভালো থাকে।

৭. পারফিউম বা লোশন গয়নায় দেবেন না: রাসায়নিকের সংস্পর্শে রূপার রঙ নষ্ট হয়। তাই গয়না পরার আগে পারফিউম ব্যবহার করুন।

৮. সিলভার পলিশ ক্লথে মাঝে মাঝে ঘষে নিন:.বিশেষ পলিশ কাপড় দিয়ে আলতোভাবে ঘষলে গয়না দীর্ঘদিন নতুনের মতো ঝলমল করবে।

ফ্যাশনের দুনিয়ায় এখন সোনার মতোই ঝলমল করছে রুপা। সুলভ দাম, আধুনিক ডিজাইন আর ঐতিহ্যের ছোঁয়া — এই তিন মিলেই রুপোর গয়না আজ নতুন প্রজন্মের প্রিয় হয়ে উঠেছে।

তাই শুধু দাম নয়, রুচি ও স্টাইলেও রুপা এখন রাজত্ব করছে। নিয়মিত যত্নে রাখুন আপনার প্রিয় রুপোর গয়নাগুলো, তবেই তার ঝলক হারাবে না কখনও — বরং প্রতিদিনই করে তুলবে আপনাকে আরও অনন্য, আরও দীপ্তিময়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen