১৪ মাসের মধ্যে সর্বোচ্চস্তরে পৌঁছল খুচরো মুদ্রাস্ফীতি

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর পথ আরও কঠিন হয়ে পড়ল বলেই মনে করছে আর্থিক বিশেষজ্ঞ মহল।

November 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪ মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল খুচরো মুদ্রাস্ফীতি, যা দেশের অর্থনীতির রীতিমতো অশনি সংকেত। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির চাপে অক্টোবরে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে ৬.২১ শতাংশে পৌঁছলো। রিজার্ভ ব্যাঙ্কের ৬ শতাংশের মধ্যে মুদ্রাস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা টপকে গেল। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর পথ আরও কঠিন হয়ে পড়ল বলেই মনে করছে আর্থিক বিশেষজ্ঞ মহল। সেপ্টেম্বরে শিল্পোৎপাদন সূচক বৃদ্ধির হার ৩.১ শতাংশে পৌঁছে গিয়েছে।

গত কয়েকদিন যাবৎ টাকার দরের পতন অব্যাহত। মঙ্গলবার প্রতি ডলারের দাম বেড়ে হয় ৮৪.৪১ টাকা। স্টেট ব্যাঙ্কের রিপোর্টে উদ্বেগ বাড়িয়ে দাবি করা হয়েছে, আমেরিকায় দ্বিতীয় ট্রাম্প সরকারের ক্ষমতায় থাকার পর্বে ভারতীয় মুদ্রার দরে ৮-১০ শতাংশ পতন হতে পারে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে ৬.২১ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৫.৪৯ শতাংশ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির প্রভাব আরও প্রকট। গত মাসে শহরাঞ্চলে ৫.৬২ শতাংশের তুলনায় গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৬.৬৮ শতাংশ।

আগামীদিনে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে চলেছে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। মূলত শাকসিব্জ, ফল এবং ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে সামগ্রিক খাদ্য মুদ্রাস্ফীতির হার তার আগের বছরের এই সময়ের তুলনায় ১০.৮৭ শতাংশ বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen