কলকাতার রাস্তায় ফিরছে ডাবল ডেকার বাস

০০ বছর পর ফের বিলুপ্তি থেকে শহরের রাস্তায় ফিরছে আইকনিক দোতলা বাস। আপাতত দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

February 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক সময় কলকাতার রাস্তায় নিয়মিত দেখা যেত তাদের। উঁচু উঁচু বাড়িগুলোকে হাতের নাগালে নিয়ে এসে ছুটে চলত ডাবল ডেকার বাস। কিন্তু ৯০-র দশকের শুরু থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে শহরের দোতলা বাসের সংখ্যা। তারপর এক সময় পুরোপুরি হারিয়ে যায় এই বাস। ফের শহরের পথে ফিরছে ডাবল ডেকার বাস।

ঠিক এক শতাব্দী আগে ব্রিটিশ আমলে কলকাতা পেয়েছিল তার প্রথম ডাবল ডেকার বাস। এর ১০০ বছর পর ফের বিলুপ্তি থেকে শহরের রাস্তায় ফিরছে আইকনিক দোতলা বাস। আপাতত দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। এই মাসে চূড়ান্ত অনুমোদন এসে যাবে বলে আশা করছেন রাজ্য সড়ক পরিবহণের কর্তারা। মার্চ থেকেই বাস দুটিকে দেখা যেতে পারে শহরের রাস্তায়।

কলকাতার জন্য এই মডেলের দোতলা বাস অনুমোদন পেলে গোটা দেশের জন্যই দোতলা বাস তৈরি করা হতে পারে। এই দুটি বাস আপাতত ডিজেলে চললেও এই মডেলের বাস বিদ্যুতে চালানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। এর আগে কলকাতার রাস্তায় শেষ ডাবল ডেকার বাস চলেছিল ২০০৫-এ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen