ফের এনসিবির দপ্তরে রিয়া, শৌভিক
গত ৭ অক্টোবর রিয়া এবং ২ ডিসেম্বর জামিন পান শৌভিক। রবিবার মুম্বই শহরতলিতে ভাইবোনকে বাড়ি খুঁজতে দেখা গিয়েছিল।
January 5, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

মাদক মামলায় জামিন পাওয়ার পর ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) দপ্তরে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। তাঁর সঙ্গে ছিলেন ভাই শৌভিক চক্রবর্তীও (Showik Chakraborty)। সূত্রের খবর, জামিনের শর্ত হিসেবে সোমবার সকালে তিনি এনসিবির দপ্তরে যান। জামিনের শর্ত ছিল ছ’মাস ধরে মাসের প্রথম সোমবার এনসিবির কাছে যেতে হবে তাঁদের। আদালতের নির্দেশ মেনেই হাজির হন রিয়া ও শৌভিক। তাঁদের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীও সঙ্গে ছিলেন। রিয়া বলেন, ‘নিয়ম মেনে হাজিরা দিতে এসেছি। বাবাও আমাদের সঙ্গে রয়েছেন।’ গত ৭ অক্টোবর রিয়া এবং ২ ডিসেম্বর জামিন পান শৌভিক। রবিবার মুম্বই শহরতলিতে ভাইবোনকে বাড়ি খুঁজতে দেখা গিয়েছিল।