জলে ও পাহাড়ে কোন দুই সাফল্যের মুকুট উঠল বাঙালির মাথায়?

রিমো একজন বিশেষ চাহিদা সম্পন্ন সাঁতারু। তাঁর দাবি, প্রথম বাঙালি হিসেবে ইংলিশ চ্যানেল টু ওয়ে পারাবার করলেন তিনিই

July 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাঁতারে বঙ্গ সন্তানদের সুনাম দীর্ঘদিনের, সেই ঐতিহ্য নয়া পালক জুড়লেন হাওড়ার রিমো। ইংলিশ চ্যানেল টু ওয়ে পারাপার করলেন রিমো সাহা। রিমো একজন বিশেষ চাহিদা সম্পন্ন সাঁতারু। তাঁর দাবি, প্রথম বাঙালি হিসেবে ইংলিশ চ্যানেল টু ওয়ে পারাবার করলেন তিনিই। বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ইংলিশ চ্যানেল চ্যালেঞ্জ সম্পূর্ন করেন তিনি। গত ৮ জুলাই এই অভিযানে রওনা দেন রিমো।

অসম, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের আরও পাচঁ সাঁতারু ছিলেন, রিমোসহ মোট ৬ জন ইংলিশ চ্যানেলে গা ভাসান। মঙ্গলবার ভারতীয় সময় সকাল আটটায় অভিযান আরম্ভ হয়।

অন্যদিকে, ব্রহ্মা পর্বত জয় করলেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। সোনারপুর আরোহীর তরফে ব্রহ্মা পর্বত অভিযান আয়োজিত হয়েছিল। অভিযানের নেতৃত্ব দেন রুদ্রপ্রসাদ হালদার। প্রায় ৪৩ বছর পর ৬,৪১৬ মিটার উঁচু ব্রহ্মা পর্বতের শিখরে মানুষের পা পড়ল।

রুদ্রপ্রসাদ-সত্যরূপরা সোমবার রাতে সামিটের জন্য রওনা দেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ লক্ষ্যে পৌঁছন পর্বতারোহীরা। প্রথমে চূড়ায় ওঠেন রুদ্রপ্রসাদ, তারপর একে একে দলের বাকিরা আরোহণ করেন। সত্যরূপ সিদ্ধান্তের সামিট সম্পন্ন হয় বেলা সাড়ে প্রায় ১১টা নাগাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen