মোহনবাগান থেকে সরতে চলেছে এটিকে, জুড়ছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি-র নাম

সবকিছু ঠিকঠাক চললে, মোহনবাগানের থেকে এটিকের সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

January 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মোহনবাগান সমর্থকদের দাবি অবশেষে পূরণ হওয়ার পথে। মোহনবাগান থেকে সরে যাচ্ছে এটিকে (ATK)। সূত্রের খবর, মোহনবাগানের (Mohun Bagan) নামের আগে এ বার জুড়ছে আরপিএসজি-র (RPSG) নাম। অর্থাত্‍ পরের বছর থেকে আরপিএসজি মোহনবাগান (RPSG Mohun Bagan) নামে আইএসএলে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

এ বারই আইপিএলে লখনউ (Lucknow) ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। তাঁর গ্রুপের অধীনস্থ সমস্ত খেলাধূলাকে এক ছাদের তলায় নিয়ে আসতে চাইছেন এই বিশিষ্ট শিল্পপতি। কোম্পানির নামকরণ হবে আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড (RPSG Sports Private Limited)। আর তাই ফুটবলে মোহনবাগানের নামের আগে এটিকের বদলে বসবে আরপিএসজির নাম।

উল্লেখ্য, ২ বছর আগে এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণ হয়। তারপর থেকেই এটিকে মোহনবাগান নামে আইএসএলে অংশ নেয় গঙ্গাপারের ক্লাব। মোহনবাগানের নামের আগে এটিকের নাম বসায় অধিকাংশ সবুজ-মেরুন সমর্থক আপত্তি তোলে। সোশ্যাল মিডিয়ায় ‘রিমুভ এটিকে’ স্লোগান তোলেন বাগান সমর্থকরা। এমনকি গঙ্গাপারের ক্লাবের সামনে বিক্ষোভও দেখান অনেকে। তাতে কাজের কাজ না হওয়ায় প্রিয় দলের ম্যাচ বয়কটের ডাক দেন কেউ কেউ। অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়ার পথে। এরপিএসজির ডিরেক্টররা গত মাসেই একটা বৈঠকে বসে এই বিষয়ে আলোচনা করেন। সবকিছু ঠিকঠাক চললে, মোহনবাগানের থেকে এটিকের সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen