মোদী সরকারের বাণিজ্যনীতির বিরোধিতায় সরব খোদ RSS-এর কৃষকশাখা

মোদী জমানায় দেশের শিল্প-বাণিজ্য একেবারেই তলানিতে।

July 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মোদী সরকারের বাণিজ্যনীতির বিরোধিতায় সরব খোদ RSS-এর কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সঙ্ঘ। মোদী জমানায় দেশের শিল্প-বাণিজ্য একেবারেই তলানিতে। এবার মোদী সরকারের উদ্ভট আমদানি ও রপ্তানি বাণিজ্যনীতির বিরুদ্ধে আক্রমণ শানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কৃষক শাখা ভারতীয় কিষাণ সঙ্ঘ।

কৃষকদের স্বার্থে দীর্ঘমেয়াদী রপ্তানি ও আমদানি নীতি প্রণয়ন করার জন্যে মোদী সরকারের কাছে আর্জি জানিয়েছে BKS। বিগত সপ্তাহে রায়পুরে ভারতীয় কিষাণ সঙ্ঘ তাদের সর্বভারতীয় ম্যানেজিং কমিটির সভায় জানিয়েছে, বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যখনই কোন একটি ফসল উঠার সময় আসে, ঠিক সেই মুহূর্তেই মোদী সরকারের বাণিজ্য মন্ত্রক ওই সংশ্লিষ্ট ফসলের আমদানির নির্দেশ দেয়।ভারতীয় কিষাণ সঙ্ঘ আরও জানাচ্ছে, মোদী সরকার আমদানি শুল্ক কমিয়ে আদপে কৃষকদের গলা টিপে মারছে। পেঁয়াজ, ভোজ্য তেল এবং ডাল চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen