নতুন ভোটারদের নাম তোলার নিয়মে বদল, বাধ্যতামূলক হল আধারও

November 28, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৮: এবার থেকে আর অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা। শুধুমাত্র অনলাইনেই নাম তোলা যাবে। নতুন ভোটাররা ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারবেন। এতদিন অফলাইন এবং অনলাইন, দুই উপায়ে নাম তোলার আবেদন জানানো যেত। এবার নিয়ম পরিবর্তন করা হয়েছে। আপাতত অনলাইনে নাম তুলতে হবে।

অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। কারণ ‘ই-সাইন’। আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে ‘ই-সাইন’ করা হবে। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। নাম তুলতে এরপর থেকে অনলাইনেই আবেদন করতে পারবেন নতুন ভোটাররা।

নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের নিয়ে রিপোর্ট জমা দিয়েছে আধার কার্ড সংস্থা। জেলাভিত্তিক তথ্য তৈরি করছে কমিশন, যা বাংলার প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, কেউ মৃত ভোটারের ইনিউমারেশান ফর্ম পূরণ করে জমা দিলে, তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। কমিশন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে বুথ স্তরের আধিকারিক, সকলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবে। মৃত ব্যক্তির নাম কোনও মতেই ভোটার তালিকায় রাখতে চায় না কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেই স্পষ্ট হবে, রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen