কেকে-কে নিয়ে ফেসবুক লাইভ: বিতর্কে ইতি টানতে প্রকাশে ক্ষমা চাইলেন রূপঙ্কর

পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায়, যে রূপঙ্কর যে মিও আমোরে সংস্থার জন্য জিঙ্গেল গেয়েছিলেন, তারাও নাকি শিল্পীর সঙ্গে চুক্তি বাতিল করতে পারেন, এরকম আভাস পাওয়া গেছে।

June 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

৩১ মে বিকেলবেলা ফেসবুকে লাইভে এসে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী বলেছিলেন, “হু ইজ দিস কেকে ম্যান!” সমাপতনই হোক বা অন্যকিছু, সেদিন কলকাতার নজরুল মঞ্চে সঙ্গীতানুষ্ঠানের পর প্রয়াত হন কেকে। তারপর সমাজ মাধ্যমে রূপঙ্করের বিরুদ্ধে ছড়িয়ে পরে জনরোষ।

পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায়, যে রূপঙ্কর যে মিও আমোরে সংস্থার জন্য জিঙ্গেল গেয়েছিলেন, তারাও নাকি শিল্পীর সঙ্গে চুক্তি বাতিল করতে পারেন, এরকম আভাস পাওয়া গেছে।

এমতবস্থায় আজ সস্ত্রীক সাংবাদিক বৈঠক করে তাঁর ফেসবুক লাইভের জন্য সবার কাছে ক্ষমা চান রূপঙ্কর। তিনি জানান যে তিনি নানারকম হুমকি পেয়েছেন, তার বাড়ির সামনে পুলিশি পাহারা বসেছে। তিনি জানান যে কেকে-র নামটা ব্যবহার করেছিলেন প্রতীক হিসেবেই, কোন ব্যক্তিগত আক্রোশে নয়। তিনি বলেন যে মুহূর্তের অসতর্কতায়ই এই ঘটনা ঘটেছে। সেই লাইভের ভিডিও তিনি ডিলিটও করে দিয়েছেন, জানান তিনি।কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা সত্যিই রয়েছে, বলেন তিনি।

সর্বোপরি, তিনি সমস্ত ঘটনার জন্য মার্জনা চান।

রূপঙ্করের ক্ষমা প্রার্থনা বার্তা, ছবি সৌঃ টুইটার
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen