Sabih Khan: অ্যাপলের নতুন COO ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১০:৫১: বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি সংস্থা অ্যাপলের (Apple) নেতৃত্বে এবার এক ভারতীয় বংশোদ্ভূত। বুধবার সংস্থার নতুন চিফ অপারেটিং অফিসার (Chief Operating Officer – COO) হিসেবে নিযুক্ত হয়েছেন সাবিহ খান (Sabih Khan)। তিনি এখন CEO টিম কুকের (Tim Cook) ঠিক নিচে, অ্যাপলের শীর্ষ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন।

সাবিহ খান ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি সিঙ্গাপুরে (Singapore) চলে যান। সেখান থেকেই শুরু হয় তাঁর শিক্ষা ও কর্মজীবনের সফর। টাফ্‌টস বিশ্ববিদ্যালয় (Tufts University) থেকে তিনি ইকনমিক্স (economics) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (mechanical engineering) স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (Rensselaer Polytechnic Institute) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স (master’s) করেন।

প্রথমে তিনি কাজ শুরু করেন জিই প্লাস্টিকসে (GE Plastics, বর্তমান নাম SABIC), যেখানে তিনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (application development) ও টেকনিক্যাল লিডার (technical leader) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৫ সালে তিনি যোগ দেন অ্যাপলে। প্রায় ৩০ বছরের এই সফরে তিনি অ্যাপলের গ্লোবাল সাপ্লাই চেন (global supply chain) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তিনি অ্যাপলের প্ল্যানিং (planning), প্রোকিউরমেন্ট (procurement), ম্যানুফ্যাকচারিং (manufacturing), লজিস্টিকস (logistics) এবং প্রোডাক্ট ফুলফিলমেন্ট অপারেশনসের (product fulfillment operations) দায়িত্ব সামলাচ্ছেন। এর পাশাপাশি প্রোডাক্টের মান (product quality) এবং সাপ্লায়ার রেসপনসিবিলিটি ইনিশিয়েটিভসের (supplier responsibility initiatives) নেতৃত্বও তিনিই দিচ্ছেন – যার লক্ষ্য বিশ্বজুড়ে সংস্থার কারখানার কর্মীদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করা।

এই সময়েই অ্যাপল ভারতে তাদের উৎপাদন ভিত্তি (manufacturing base) ব্যাপকভাবে বিস্তৃত করছে, যদিও আমেরিকায় কাজ ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক চাপ বেড়েই চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen