বেসুরো অনন্ত মহারাজের মান ভাঙানোর চেষ্টা শমীকের?

January 10, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে তীব্র চাপানউতোর। তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে জোর দড়ি টানাটানি। শাসক শিবির তৃণমূলের দাবি, ভোটমুখী বাংলার বাসিন্দাদের হেনস্তা করতে এসআইআর। আবার বিজেপির দাবি, ভূতুড়ে ভোটারদের ঝাড়াই বাছাই করতেই এসআইআর। ভোট বিপর্যয়ের আশঙ্কায় নাকি এসআইআর বিরোধিতা করছে তৃণমূল।

এই টানাপোড়েনের মাঝে এসআইআর নিয়ে একাধিকবার ‘বেসুরো’ মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। কখনও তিনি বলেছেন, এসআইআর তালিকায় নাম না থাকলেই ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। আবার কখনও তাঁর গলায় শোনা গিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ‘বাংলাদেশি’ বলে উল্লেখ করতে। আবার তার মাত্র কয়েকদিন পরেই রাজবংশীদের এসআইআর শুনানির নামে হেনস্তার অভিযোগ তুলে কমিশনে চিঠি লিখতেও দেখা গিয়েছে। যা নিয়ে বারবার অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। অনন্ত মহারাজের অভিসন্ধি নিয়ে প্রশ্ন ওঠে।

অনন্ত মহারাজকে নিয়ে অস্বস্তির মাঝে শুক্রবার বঙ্গ বিজেপির সভা ছিল কোচবিহারে। এদিনের দলীয় সভায় দেখা যায়নি অনন্ত মহারাজ। তবে সভার পর সন্ধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে যান শমীক ভট্টাচার্য। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিজেপি’র মতাদর্শের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেন অনন্ত মহারাজ। তা নিয়ে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। তবে কি এদিন নৈশভোজের ফাঁকে সে বিষয়ে কথা হল দু’জনের? বাড়ি থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করেছিলেন নৈশভোজে। ওঁর বাড়িতে এসেছিলাম। দুজন ব্যক্তি যখন বসে সামাজিক বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে। লুডো খেলা নিয়ে হবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen