Samik Bhattacharya: বঙ্গ বিজেপির মাথায় ‘বিতর্কিত’ সুবক্তা শমীক?

July 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: বঙ্গ রাজনীতিতে বড়সড় রদবদল হতে চলেছে বলে জানা যাচ্ছে। সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) সরিয়ে বিজেপির রাজ্য (Bengal BJP) সভাপতি পদে বসতে চলেছেন শমীক ভট্টাচার্য্ (Samik Bhattacharya)। দিলীপ ঘোষের (Dilip Ghosh) সময়কালের পর সুকান্ত যুগও ইতিহাস, এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন শমীক।

রাজনৈতিক মহলে কানাঘুষো, এই পরিবর্তনের সবথেকে বড় ধাক্কা পড়তে চলেছে কাঁথির মাটিতে, কারণ বঙ্গ বিজেপির রাশ অনেকদিন ধরেই হাতে নিতে চেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দলের অভ্যন্তরেও এই নিয়োগ ঘিরে চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

শমীক ভট্টাচার্য বিজেপির অন্যতম দক্ষ মুখপাত্র এবং সুবক্তা। ২০১৪ সালের বসিরহাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে জিতে তিনি বিধানসভায় বিজেপির ‘শূন্য’ অবস্থা ভেঙে প্রথম ‘এক’ আনেন। তাঁর রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকেই স্পষ্ট ছিল যে তিনি দলের ভিতরে ও বাইরে – দুই মঞ্চেই জোরালো ভূমিকা পালন করতে সক্ষম।

শুধু রাজ্যেই নয়, জাতীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদীয় প্রতিনিধিদলের (Parliamentary delegation) সদস্য হিসেবে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে।

বিতর্ক: সম্পর্ক, হুমকি ও ভাইরাল ভিডিও

তবে নতুন সভাপতির অতীত কিছু বিতর্ক থেকে মুক্ত নয়। ২০১৯ সালে এক মহিলার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করার পর, অভিযোগ ওঠে যে শমীক তাঁর ঘনিষ্ঠ অনুগামী সমর চক্রবর্তী ওরফে ভোলাকে দিয়ে সেই মহিলাকে ফোন করে মুখ বন্ধ রাখার হুমকি দেন। বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল।

এই ঘটনার কিছুদিন পরেই শমীক ও ওই মহিলার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। ভিডিওটি পরে অনেকেই দেখতে পাননি, কিন্তু ঘটনাটি নেটমাধ্যমে বিতর্কের ঝড় তোলে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে কোনও নিরপেক্ষ তদন্ত বা আদালতের পর্যবেক্ষণ প্রকাশ্যে আসেনি।

বঙ্গ বিজেপির নতুন সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য্যের পদোন্নতি একদিকে দলের কাছে নতুন আশার বার্তা, অন্যদিকে তাঁর পুরনো বিতর্ক রাজনীতির ময়দানে নতুন করে আলোড়ন তুলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen