হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত, চলছে চিকিৎসা

দুবাই থেকে ফিরে আসেন স্ত্রী মান্যতাও। এদিন স্ত্রীর হাত ধরেই বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে সঞ্জুবাবাকে। সঙ্গে ছিলেন দুই বোন প্রিয়া এবং নম্রতাও।

August 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে গত সপ্তাহেই। শুরু হতে পারে কেমোথেরাপি। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সূত্রের খবর, তিনি স্টেজ-থ্রি ক্যান্সারে ভুগছেন। এদিন সপরিবারে নিজের বাড়ি থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের উদ্দেশে মুন্নাভাই বলেন, ‘আমার জন্য প্রার্থনা করবেন।’ প্রথমে ঠিক ছিল চিকিৎসার জন্য আমেরিকায় উড়ে যাবেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে সঞ্জয় সিঙ্গাপুরে যেতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে এদিন মুম্বইতেই হাসপাতালে ভর্তি হলেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহে শ্বাসকষ্টের কারণে সঞ্জয় করোনা পরীক্ষা করাতে গিয়েছিলেন। তখনই তাঁর শরীরে ধরা পড়ে এই মারণ রোগ। এরপরেই শ্যুটিংয়ের কাজ থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন অভিনেতা। দুবাই থেকে ফিরে আসেন স্ত্রী মান্যতাও। এদিন স্ত্রীর হাত ধরেই বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে সঞ্জুবাবাকে। সঙ্গে ছিলেন দুই বোন প্রিয়া এবং নম্রতাও। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen