মোদীর অর্থনৈতিক উপদেষ্টা বঙ্গ বিজেপির অর্থমন্ত্রী পদপ্রার্থী? 

সঞ্জীব সান্যাল। তিনি বর্তমানে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। জি -২০ এর ফ্রেমওয়ার্ক ওয়ার্কিং গ্রুপের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

June 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সঞ্জীব সান্যাল। তিনি বর্তমানে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। জি -২০ এর ফ্রেমওয়ার্ক ওয়ার্কিং গ্রুপের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে, ২০২১ এর নির্বাচনে দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে বিজেপির প্রতীকে লড়বেন তিনি। বিজেপির অর্থমন্ত্রী পদপ্রার্থী কি তবে সঞ্জীব সান্যাল?

সঞ্জীবের জন্ম কলকাতায়। পড়াশোনা সেন্ট জেভিয়ার্স স্কুল এবং সেন্ট জেমস স্কুলে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে একমাত্র বাঙালি তিনি। বিজেপি এখন বাংলা দখলের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। যদি ২০২১ এ রাজ্যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে তিনিই সম্ভাব্য অর্থমন্ত্রী। এমনটাই জানাচ্ছেন বিজেপির অন্দরের একাংশ। 

সঞ্জীব সান্যাল

সঞ্জীব বাবু এমন একটি পরিবারের সদস্য যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রপিতামহ অবিভক্ত বাংলার প্রাদেশিক সম্মেলনে কংগ্রেস পার্টির মুখ্য সচেতক ছিলেন। তাঁর ঠাকুরদাদা ছিলেন বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ভগত সিং ও চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীদের পরামর্শদাতা।

সঞ্জীব সান্যাল একাধারে রোডস স্কলার এবং আইজেনহোভার ফেলো। তিনি ডয়েচ ব্যাঙ্কের গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট এবং ২০১৫ সাল পর্যন্ত ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। বেশ কয়েকটি বইও লিখেছেন সঞ্জীব। বাংলায় বিজেপির বর্তমান নেতাদের কথা বিবেচনা করলে তিনি নিশ্চিতভাবেই দলের জন্য রত্ন। তাই তো, এখন থেকেই সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে তাঁর নাম আলোচিত হচ্ছে মুরলীধর সেন লেনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen