হঠাৎ ভোল বদল! উত্তরাখণ্ডে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন সংযুক্ত কিষান মোর্চার

সংশোধিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছিল সংযুক্ত কিষান মোর্চা। এই মোর্চার অধীনেই দেশের প্রায় ৫৭টি কৃষক সংগঠন প্রতিবাদে সামিল হয়েছিল।

February 10, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভোল বদল সংযুক্ত কিষান মোর্চার। উত্তরাখণ্ড বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন এক কিষান মোর্চা নেতা। সেই কিষান মোর্চার নেতা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নেতার কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সমস্ত দাবি মেনে নিয়েছেন। ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী। তাই, কিষান মোর্চা উত্তরাখণ্ডের মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে।”

গত ৩ ফেব্রুয়ারি কৃষক নেতা তথা স্বরাজ ইন্ডিয়া প্রেসিডেন্ট যোগেন্দ্র যাদব বলেন, “সংযুক্ত কিষান মোর্চা উত্তরপ্রদেশ বিজেপিকে ‘শাস্তি’ দেওয়ার আবেদন জানাচ্ছে। কারণ, কৃষকদের সমস্ত দাবি-দাওয়া মেনে নেওয়া হয়নি।” তবে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আবেদন তিনি জানাননি। এই ঘটনার এক সপ্তাহ পর আজ উত্তরাখণ্ড কিষান মোর্চার এক নেতা বিজেপিকে ভোট দানের আবেদন করলেন।

সংশোধিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছিল সংযুক্ত কিষান মোর্চা। এই মোর্চার অধীনেই দেশের প্রায় ৫৭টি কৃষক সংগঠন প্রতিবাদে সামিল হয়েছিল। দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় বছর ধরে প্রতিবাদ আন্দোলন চলে। বাধ্য হয়ে মোদী নেতৃত্বাধীন কেন্দ্রে বিজেপি সরকার পিছু হঠে। কৃষকদের জেদের কাছে পরাজিত হয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন, ৩ নতুন কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। কৃষকদের অন্যান্য দাবি-দাওয়া মেনে নেওয়া হবে। যদিও এমএসপি বিষয়ক কৃষকদের দাবি দেওয়া আজ সম্পূর্ণ হয়নি বলে সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে।

দিন কয়েক আগে কৃষক নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছিলেন, ৩ কৃষি আইন প্রত্যাহার করা হলেও এমএসপি সংক্রান্ত দাবি-দাওয়া কেন্দ্র মেনে নেয়নি। দাবি না মানা পর্যন্ত সংযুক্ত কিষান মোর্চা আন্দোলন চালিয়ে যাবে। একইসঙ্গে উত্তর প্রদেশের বিভিন্ন বিধানসভা এলাকায় সাংবাদিক সম্মেলন, লিফলেট বিলি করে আসন্ন ভোটে বিজেপিকে শাস্তি দেওয়ার আবেদন জানাবে। কিন্তু উত্তরাখান্ড কিষান মোর্চার নেতার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা চেয়েছেন। ১৩ মাস ধরে চলা কৃষকদের আন্দোলনের সফলতা পেয়েছে। যদি এমএসপি সংক্রান্ত বিষয়টি কেন্দ্র মেনে নেয়নি আশা করি আগামী দিনেও সরকার তা মেনে নেবেন। প্রধানমন্ত্রী যেহেতু কৃষকদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন, তার কাছে সংযুক্ত কিষান মোর্চারও দায়িত্ব কর্তব্য বর্তায়। তাই আসন্ন ভোটের উত্তরাখণ্ডের সমস্ত মানুষকে বিজেপিকে ভোট দানের আবেদন জানাচ্ছে সংযুক্ত কিষান মোর্চা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen