বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন সর্বেশ কুশারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: রবিবার, ১৪ সেপ্টেম্বর, টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রীড়াবিদ সর্বেশ কুশারে রচনা করলেন নতুন ইতিহাস। প্রথমবারের মতো কোনও ভারতীয় পুরুষ হাই জাম্পার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেন তিনি। তাঁর এই অসাধারণ কৃতিত্বের দিনে টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন জিয়ানমারকো তামবেরি বিদায় নিলেন বাছাইপর্বেই।
মহারাষ্ট্রের নাসিকের এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা ৩০ বছর বয়সি সর্বেশ ২.২৫ মিটার উঁচুতে সফল লাফ দিয়ে ফাইনালে পৌঁছন। তিনি প্রথমে ২.১৬ মিটার দ্বিতীয় প্রচেষ্টায় পার করেন। এরপর ২.২১ মিটারও দ্বিতীয় প্রচেষ্টায় অতিক্রম করেন। শেষ পর্যন্ত ২.২৫ মিটার পার করেই ১৩ জনের ফাইনালে জায়গা পাকা করেন।
ফাইনালে ওঠার পর সর্বেশ বলেন, “এটি এক অবিশ্বাস্য অনুভূতি। আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি ফাইনালে পৌঁছতে পারব। এখন চাই, সারা দেশও বিশ্বাস করুক যে ভারতীয়রা হাই জাম্পে বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার নিজের ওপর এখন অনেক আত্মবিশ্বাস তৈরি হয়েছে।”
ফাইনাল নিয়ে তিনি আরও বলেন, “বাছাইপর্ব তুলনামূলক সহজ হলেও ফাইনালে প্রতিযোগিতা অনেক বেশি কঠিন হবে। একদিন বিশ্রাম নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামব। লক্ষ্য একটাই নিজের সেরাটা দেওয়া।”
এদিনের বড় চমক ছিল তামবেরির বিদায়। ২.২১ মিটার তিনবার চেষ্টা করেও পার হতে পারেননি তিনি। অন্যদিকে, প্যারিস অলিম্পিক সোনা জেতা হ্যামিশ কের ২.২৫ মিটার দ্বিতীয় চেষ্টাতেই পার করেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন।
সর্বেশের যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্রের নাসিক জেলার দেওগাঁও গ্রামে। ছোটবেলায় কোনও আধুনিক সুবিধা না থাকায় ভুট্টার খোসা, তুলো আর পুরনো কাপড় দিয়ে তৈরি অস্থায়ী ম্যাটে অনুশীলন করতেন। প্রথমে সিসর টেকনিক ব্যবহার করলেও পরে সাহস করে শিখে নেন আধুনিক ফসবুরি ফ্লপ।
২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরই জীবনে বড় পরিবর্তন আসে। সেনাবাহিনীর সুযোগ-সুবিধা এবং আর্থিক নিরাপত্তা তাঁকে বড় মঞ্চে স্বপ্ন পূরণের পথ দেখায়। নিজের উপার্জন দিয়ে তিনি প্রথম পেশাদার হাই জাম্প স্পাইক কেনেন।
২০১৯ সালে কাঠমান্ডুর সাউথ এশিয়ান গেমসে সোনা জেতেন সর্বেশ। ২০২৪ প্যারিস অলিম্পিকে চোট নিয়ে লড়াই করে ২৫তম স্থানে শেষ করেছিলেন। চলতি বছরে ইন্ডিয়া ওপেনে তিনি তেজস্বিন শঙ্করকে হারিয়ে সোনা জেতেন এবং দু’বার ২.২৬ মিটার অতিক্রম করে নিজের সেরা পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছেছেন।
আগামী মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ফাইনালে দেশের আশা নিয়ে নামবেন সরবেশ কুশারে। এখন গোটা ভারতের নজর থাকবে তাঁর দিকে ।