মাঝরাতে স্যাটেলাইট ফোনের সঙ্কেত, উপত্যকার আকাশে ড্রোন! ফের জম্মু-কাশ্মীরে হামলার চেষ্টা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: আবার কি জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে পাকিস্তান? রবিবার সন্ধ্যায় উপত্যকার আকাশে দেখা গেল পাক ড্রোন। মাঝরাতে মিলল স্যাটেলাইট ফোনের সঙ্কেত। ইতিমধ্যেই অভিযান শুরু করেছে বাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ, বিএসএফ, ভারতীয় সেনা, এসওজি যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।
রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত, ৫০ মিনিটে কাশ্মীরের নানান প্রান্তে চারটি সন্দেহজনক ড্রোন দেখা গিয়েছে। আগের রাতেই পাওয়া গিয়েছিল রহস্যময় সঙ্কেত। নিরাপত্তাবাহিনী ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি ছুড়লেও, আর কোনও নাগাল পাওয়া যায়নি সেগুলির। রহস্য আরও ঘনিয়েছে স্যাটেলাইট ফোনের সঙ্কেতের কারণে। শনিবার মধ্যরাতে সঙ্কেত পেয়েছিলেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা। প্রশ্ন উঠছে, তবে কি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে? উপত্যকাজুড়ে অভিযানে শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
রবিবার সন্ধ্যায় প্রথম ড্রোনটি দেখা যায় পুঞ্চের মানকোটে সেক্টরে। পাকিস্তানের দিক থেকে ড্রোনটি এসেছিল। দ্বিতীয় ড্রোন দেখা যায় রাজৌরির খাব্বার গ্রামে। কালাকোটে থেকে উধমপুরের ভারাখের দিকে সন্দেহজনক আলোও দেখা গিয়েছে সন্ধ্যায়। মুহূর্তে তা উধাও হয়ে যায়। রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আর একটি ড্রোন দেখতে পান জওয়ানেরা। ড্রোন লক্ষ্য করে গুলি চালান তাঁরা। শেষ ড্রোনটি দেখা গিয়েছে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সাম্বার রামগড় সেক্টরের চক বাব্রাল গ্রামে।
অন্যদিকে, কানাচক থানা এলাকায় শনিবার গভীর রাতে সীমান্ত থেকে মাত্র দু’কিলোমিটার দূরে স্যাটেলাইট ফোনের সঙ্কেত পাওয়া গিয়েছে। সঙ্কেত পাওয়ার পরই গোয়েন্দারা সক্রিয় হয়েছেন। সীমান্তে শত্রুর কোনও কার্যকলাপ চলছে কি-না, তা জানতে শুরু হয়েছে অভিযান। সঙ্কেতের একদিন পরই ড্রোন হানা চিন্তা বাড়াচ্ছে।