অর্থ সাশ্রয়ই অর্থ উপার্জন

করোনায় জর্জরিত বিশ্ব, অর্থনীতিকেও কাঁপিয়ে দিয়েছে। স্বভাবতই, শেয়ার মার্কেটে এর প্রভাব বেশ গভীর। করোনা ভাইরাসের আগমন থেকেই সেনসেক্স পড়তে থাকে এবং তার চরম পরিণতি হয় করোনাভাইরাসের ফলে লকডাউন এর পর।

April 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনায় জর্জরিত বিশ্ব, অর্থনীতিকেও  কাঁপিয়ে দিয়েছে। স্বভাবতই, শেয়ার মার্কেটে এর প্রভাব বেশ গভীর। করোনা ভাইরাসের আগমন থেকেই সেনসেক্স পড়তে থাকে এবং তার চরম পরিণতি হয় করোনাভাইরাসের ফলে লকডাউন এর পর। 

এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিৎ। হঠকারিতার বশে কোনো ভুল পদক্ষেপ না করাই ভাল।

এমন পরিস্থিতিকে বলা হয় ‘মেডিকেল ইমার্জেন্সি’; আর মেডিকেল ইমার্জেন্সি মানেই ‘মেডিকেল নিড’। অর্থাৎ, এই পরিস্থিতির মোকাবিলার জন্য দরকার একটি সঠিক আর্থিক পরিকল্পনার। যে কোনও মানুষের প্রয়োজন কমপক্ষে আগামী তিন মাসের খরচের একটি ফান্ড তৈরি করে রাখা, যাতে এমন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়।

বর্তমান অবস্থায়, আপৎকালীন পরিস্থিতির জন্য কিছু নগদ টাকা নিজের কাছে রাখা। বলা বাহুল্য যে লকডাউনের ফলে বাড়ি থেকে বেরোনো বারণ। আর তাই খরচের পরিমানও অনেক নিয়ন্ত্রিত। বেশিরভাগ মানুষের জন্যই এখন একান্ত মৌলিক খরচগুলি ছাড়া খরচের কোনো জায়গা নেই। অর্থাৎ যারা সাশ্রয়ের প্রতি তেমন আমল দেননি, তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। মনে রাখতে হবে যে, এই পরিস্থিতি সঞ্চয়ের জন্য নয়, এখন দরকার সাশ্রয়ের। অর্থাৎ এখন অর্থ সাশ্রয়ই অর্থ উপার্জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen