‘Say it With Pride’ – ডালহৌসি ইনস্টিটিউটে ভালবাসার উদযাপনের অনন্য সন্ধ্যা

June 20, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৫৪: প্রাইড (Pride) মানে শুধু উত্‍সব নয়, প্রাইড মানে পরিচয়ের সম্মান, স্বাতন্ত্র্যের গর্ব, এবং ভালবাসার স্বীকৃতি। এই দর্শনকেই আরও একধাপ সামনে এগিয়ে দিতে আসছে কলকাতার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডালহৌসি ইনস্টিটিউট (Dalhousie Institute)।

২২শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭টা থেকে ডালহৌসি ইনস্টিটিউটের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী প্রাইড ইভেন্ট, যার নাম – ‘Say it With Pride’। এটি শুধু একটি অনুষ্ঠানের নাম নয়, বরং এক আহ্বান – নিজেকে, নিজের পরিচয়কে, সাহস ও গর্বের সঙ্গে প্রকাশ করার। ইভেন্টের আগের দিন, অর্থাৎ ২১শে জুন ‘বিশ্ব সঙ্গীত দিবস’ (World Music Day)। প্রাইড ইভেন্টের আগে সেই দিনটিও পালন করবে ডালহৌসি ইনস্টিটিউট।

কী কী থাকছে ‘Say it With Pride’ ইভেন্টে?

এই সন্ধ্যা সাজানো হয়েছে তথ্য, সঙ্গীত আর উৎসবের রঙে।

টক শো: ‘An Insight into the Pride Film Movement’

প্রাইড ফিল্ম মুভমেন্ট (Pride Film Movement) শুধু LGBTQIA+ কমিউনিটির গল্প বলার মাধ্যম নয়, বরং এটি প্রতিবাদের ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই টক শোতে আলোচনায় উঠে আসবে কী ভাবে সিনেমা ও ভিজ্যুয়াল আর্টস দীর্ঘদিন ধরে প্রাইডের বার্তা ছড়িয়ে দিয়েছে গোটা বিশ্বজুড়ে।

‘Rock with Pride Band – Adamya and Others’

প্রাইড মানেই প্রাণের উচ্ছ্বাস। আর সেই উচ্ছ্বাস ধ্বনিত হবে অদম্য এবং তাঁর সঙ্গীদের ব্যান্ড পরিবেশনায়। শক্তিশালী গানের কথায়, সাহসী সুরে ও উদ্দাম পারফরম্যান্সে তুলে ধরা হবে ভালোবাসার বার্তা।

ড্রেস কোড: রেইনবো রঙের কিছু একটা!

এই সন্ধ্যায়, আগতদের অনুরোধ করা হয়েছে যেন অন্তত একটি পোশাক বা অ্যাকসেসরিজে প্রাইড বা রেইনবো রঙ ধারণ করেন। এটি কেবলমাত্র একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং সহমর্মিতা ও গর্বের এক দৃশ্যমান প্রতীক।

কেন এই ইভেন্ট বিশেষ?

কলকাতা (Kolkata) শহর বরাবরই প্রগতিশীল ভাবনায় বিশ্বাসী। আর ডালহৌসি ইনস্টিটিউটের (DI Club) মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যখন প্রাইডের মতো এক গুরুত্বপূর্ণ বিষয়ে এমন একটি ইভেন্ট আয়োজন করে, তখন সেটি শুধুই বিনোদন নয় – বরং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রয়াস হয়ে ওঠে।

‘Say it With Pride’ শুধুমাত্র LGBTQIA+ কমিউনিটির জন্য নয়, বরং প্রত্যেক সেই মানুষের জন্য, যাঁরা সমান অধিকারের কথা বলেন, ভালোবাসার স্বাধীনতায় বিশ্বাস করেন এবং যাঁরা মনে করেন – নীরবতা নয়, সাহসের সঙ্গে নিজের গল্প বলাতেই আসল “প্রাইড”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen