বরানগর বিধানসভা উপনির্বাচনে জোড়াফুলের টিকিটে প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা?
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল।
March 28, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ঘোষিত হয়েছে বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগরে প্রার্থী করতে চলেছে তৃণমূল।
উল্লেখ্য, একুশে নির্বাচনে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর তৃণমূল তাঁকে রাজ্য সাধারণ সম্পাদক পদে বসায়। এবার সায়ন্তিকা ফের একবার ভোটের ময়দানে? তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছে। খবর মিলছে, এবার সজলের বিরুদ্ধে লড়াইয়এ তৃণমূলের হয়ে নামছেন সায়ন্তিকা। উল্লেখ্য, বরানগর উপ নির্বাচন হবে ১জুন ভোট।