শুরু হলো কলকাতার রেনবো প্রাইড ওয়াক – দেখে নিন উৎসাহ উদ্দীপনার মুহূর্তগুলি
রবিবার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে কলকাতা রেনবো প্রাইড ওয়াক।
December 17, 2023
|
2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে কলকাতা রেনবো প্রাইড ওয়াক।



দক্ষিণ কলকাতার পার্কসার্কাসে, লেডি ব্রেবোর্ন কলেজের সামনে, থেকে বেলা ২টো নাগাদ জমায়েত হয়ে শুরু হবে আজকের এই পদযাত্রা।






থাকবে ফ্লোট এবং অন্যান্য ব্যানার, পোস্টার যা তুলে ধরবে এলজিবিটউকিউএর কমিউনিটির মানুষদের কথা।


এই পদযাত্রা পার্ক স্ট্রিট হয়ে শেষ হবে ময়দানে।




