কাল বিকেলেই মমতা-সোনিয়া সাক্ষাত, সন্ধ্যায় কেজরিওয়ালের সঙ্গে বৈঠক

কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

July 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লি সফর চলাকালীন আগামীকাল দুপুর থেকে সন্ধেবেলা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, আগামীকাল বেলা ১টায় রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে তৃনমুলের সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং, এই বৈঠকে সংসদে তৃণমূলের আগামী পদক্ষেপ ঠিক করা হতে পারে, এ নিয়ে চলছে জল্পনা।

দুপুর ২:৩০টেতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দেবেন তৃণমূল নেত্রী।

বিকেল ৪:৩০টেতে মমতা বৈঠক করবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

কাল সন্ধে ৬ টায় মমতা বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen