আগামীকাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা

কোভিড অতিমারির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলেই এ বার পরীক্ষার সিট পড়বে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

June 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার কবে থেকে শুরু হচ্ছে, তার দিনক্ষণ ঘোষণা করা হবে বুধবার। দুপুর ২টো নাগাদ পরীক্ষার সূচি ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা করানো হচ্ছে বলে নিয়মে বেশ কয়েকটি পরিবর্তনও করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানিয়েছিলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দেড় ঘণ্টার পরীক্ষা হবে। শুধুমাত্র আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা হবে। বাকি বিষয়গুলোর নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে।

কোভিড অতিমারির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলেই এ বার পরীক্ষার সিট পড়বে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen