অত্যাধিক গরমের জন্য ফের ছুটি পড়ছে স্কুলে, কবে থেকে?

June 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:২১: রাজ্য সরকারের তরফে স্কুল শিক্ষা দপ্তর (Department of School Education) একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যেখানে আসন্ন বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বর্তমান তাপপ্রবাহ থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে।

জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা (Heat Weather)। এমন পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে করা যায় কিনা, তা নিয়ে বিভিন্ন জেলা থেকে শিক্ষা দপ্তরের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল।

তবে এখনই মর্নিং স্কুল (School) চালু করার পরিবর্তে তাপপ্রবাহের কারণে আগামী দুদিন অর্থাৎ ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখ রাজ্যের পার্বত্য এলাকা বাদে বাকি এলাকার সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে পঠনপাঠন স্থগিত করার নির্দেশ জারি করা হল। বৃহস্পতিবার সোশ্যাল মাধ্যমে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু। একই সঙ্গে প্রতিটি স্কুলেও পাঠানো হচ্ছে এই নির্দেশিকা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযাযী, আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত ও তার সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ১৬ জুনের আগে বর্ষা আসার পরিবেশ তৈরি হবে না। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বাংলায় প্রবেশ করে যাবে বর্ষা। সম্ভবত সেকারণেই মর্নিং স্কুল চালু না করে দু’দিনের জন্য স্কুলছুটির ঘোষণা করা হল।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমাদের আইন মেনে কাজ করতে হয়। ডিপিএসসিগুলি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। প্রথমে পশ্চিমাঞ্চলের দু’-একটি জেলা থেকে অভিযোগ আসছিল। গত কয়েক দিনে অতিরিক্ত গরমের কারণে একাধিক জেলা থেকে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর এসেছে। তাই আমরা সরকারকে চিঠি দিয়েছি। সরকার সেই মতো সিদ্ধান্ত জানিয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen