আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিপাকে যাত্রীরা!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৫০: রক্ষণাবেক্ষণের কারণে আজ আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। তাই সকাল থেকেই কলকাতা-হাওড়া যাতায়াতে বিপত্তি তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন। ট্রাফিক পুলিশ জানিয়েছে, কলকাতাগামী গাড়ি ওই সেতু দিয়ে যেতে পারবে না, একইভাবে হাওড়াগামী গাড়িকেও অন্য পথে যেতে হবে।
বিকল্প রাস্তা:
* কলকাতা থেকে যাত্রীরা যেতে পারেন কাজীপাড়া, জিজিটি রোড ও ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে আড়ুলিয়া রোডে।
* অন্যদিকে, হাওড়া থেকে কলকাতামুখী যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাওড়া-আমতা রোড ও মাইতি পাড়ার দিকে।
* শৈলেন মান্না সরণি দিয়ে গাড়ি সরানো হচ্ছে হাওড়া আমতা রোডে।
তবে স্বস্তির খবর, বালি ব্রিজে যানচলাচল স্বাভাবিক থাকবে, আর বিকল্প পথে যানবাহন চালাতে পুলিশের বিশেষ ট্রাফিক ব্যবস্থাও রাখা হয়েছে।
দুপুর ২ টোর পর থেকে যান চলাচল শুরু হওয়ার কথা।