সাংবাদিকদের পেটালো শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা, ক্ষোভ

তার প্রতিক্রিয়া জানতে তখন রীতিমতো হামলে পড়ে সংবাদমাধ্যম। অভিযোগ, সেই সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

May 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু হয়েছে নতুন বিধায়কদের শপথগ্রহণ পর্ব। তবে দিনের শেষে তাল কাটল এক বিজেপি (BJP) বিধায়কের নিরাপত্তা রক্ষীদের বাড়তি সক্রিয়তাকে ঘিরে। এদিন বিকেল ৪টে পর্যন্ত বিধায়কদের শপথ গ্রহণের সময়সীমা ধার্য করা হয়েছিল। একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছন বিজেপি’র বিধায়ক। প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে লবি ধরে বিধানসভা ভবনের মূল ফটকে এসে পৌঁছন ওই বিধায়ক। তার প্রতিক্রিয়া জানতে তখন রীতিমতো হামলে পড়ে সংবাদমাধ্যম। অভিযোগ, সেই সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

কয়েকজন সাংবাদিককে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। এরপর প্রতিবাদে মুখর হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে প্রোটেম স্পিকারের কাছে। বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যাতে ঢুকতে দেওয়া না হয়, সেই দাবি তুলেছেন সাংবাদিকরা (Reporter)। তবে এই মুহূর্তে বিধানসভার অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে শপথ না নেওয়ায় এ নিয়ে কোনও স্থির সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে বলে সূত্রের দাবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen