নারী দিবসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সংবর্ধনা

সংস্থার ক্যান্টিনে যেসব মহিলা এসে সাফল্য পেয়েছেন, যাদের রান্না প্রশংসিত হয়েছে তাদেরও সম্মান জানানো হবে।

March 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গ্রামোন্নয়ন দপ্তরের সংস্থা কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Group) সফল মহিলাদের সংবর্ধনা জানাল। তাদের পুরস্কৃত করা হবে ৮ মার্চ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ছাড়াও যারা সিএডিসিকে(CADCK) উৎসাহ জুগিয়েছেন এদিন তাদেরকেও সম্মান জানানো হবে। আরজিকরের ডাক্তার শুভশ্রী ব্যানার্জীকে (DrSubhasree Banerjee) করোনা মহামারীকালে(Corona Pandemic) তাঁর সমাজে অবদান মাথায় রেখে সংবর্ধনা জানানো হবে।

সংস্থার ক্যান্টিনে যেসব মহিলা এসে সাফল্য পেয়েছেন, যাদের রান্না প্রশংসিত হয়েছে তাদেরও সম্মান জানানো হবে। এছাড়া পটাবিলাসী সংস্থার কর্ণধার নবনীতা চক্রবর্তীকেও (Nabanita Chakraborty)সম্মান জানাবে সিএডিসি। সরস মেলায় রান্না প্রতিযোগিতাটায় প্রথম স্থানাধিকারী অলোকা মণ্ডলকেও(Aloka Mondal) পুরস্কৃত করা হবে। যেসব মহিলারা ক্যান্টিনের খাবার কিনবেন এদিন তাদের জন্যেও থাকবে উপহার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen