একধাক্কায় ৭৮০ পয়েন্ট পড়ল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: নতুন বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার ৭৮০ পয়েন্টের বেশি পতন হল সেনসেক্সের। পাল্লা দিয়ে আড়াইশো পয়েন্টের বেশি পড়ল নিফটি (Nifty)। গত চারদিনে লগ্নিকারীদের প্রায় ৯ লক্ষ কোটি টাকা ধুয়েমুছে সাফ হয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের।

বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্সের (Sensex) সূচক ৭৮০.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৪,১৮০.৯৬-এ। অন্যদিকে, ২৬৩.৯০ পয়েন্ট পতনের পর নিফটির সূচক নেমে এসেছে ২৫,৮৭৬.৮৫-এ। পরিসংখ্যান বলছে, গত চারদিনে মোট ১৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। এদিনের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্যপ্রযুক্তি বা আইটি সেক্টর। বিশেষ করে উইপ্রো (Wipro)-র শেয়ারের দর পড়েছে উল্লেখযোগ্যভাবে, যা টেনে নামিয়েছে গোটা আইটি সূচককে।

কিন্তু বছরের শুরুতেই কেন এভাবে ধস নামছে দালাল স্ট্রিটে? বাজার বিশ্লেষকদের মতে, এর মূল কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ‘শুল্ক-নীতি’ বা ট্যারিফ ওয়ার। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট এমন একটি বিলে অনুমোদন দিয়েছেন, যার সারমর্ম হলো—রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। ভারত যেহেতু রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, তাই এই বিশাল শুল্কের খাঁড়া ভারতের ওপরেও নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকায় অর্থনীতি চাপে রয়েছে, তার ওপর নতুন করে শুল্ক বৃদ্ধির আতঙ্কেই লগ্নিকারীরা তড়িঘড়ি শেয়ার বিক্রি করতে শুরু করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, মূলত বিদেশি বিনিয়োগকারীরাই (FII) ভারতীয় বাজার থেকে মুখ ফেরাচ্ছেন। বৃহস্পতিবার একদিনেই তাঁরা ১৫২৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার বাড়ার পূর্বাভাস থাকলেও, আন্তর্জাতিক পরিস্থিতির চাপে তা বাজারে কোনও ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

এর পাশাপাশি বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতাও বাজার পরার অন্যতম কারণ। বছরের শুরুতেই ভেনেজুয়েলায় আমেরিকার হামলা, রাশিয়া-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্পের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্য বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস নড়িয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen