হাসপাতালে বুদ্ধ, উদ্বিগ্ন মমতা

দীর্ঘ দিন ধরেই অসুস্থ বুদ্ধবাবু। গত বছরের সেপ্টেম্বরেই শ্বাসকষ্টের কারণেই চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

December 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) । প্রবল শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। নিয়ে যাওয়া হল উডল্যান্ডস হাসপাতালে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঘরেই থাকতেন।

সূত্রের খবর, তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ বুদ্ধবাবু। গত বছরের সেপ্টেম্বরেই শ্বাসকষ্টের কারণেই চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যেতে বারবার বলছিলেন। তিনদিন পরই তাঁকে সেবার ছেড়ে দেওয়া হয়েছিল।

এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন বর্তমান মুখ্যমন্ত্রী। আজ টুইট করে বুদ্ধদেবের আরোগ্য কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen