তছনছ উত্তরবঙ্গের একাধিক চা বাগান, ক্ষতির পরিমাণ পেরোতে পারে ১০০ কোটি!

October 6, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ। অতিভারী বর্ষণের জেরে উত্তরের চা শিল্প বিরাট বিপর্যয়ের মুখে পড়েছে। কোথাও বাগান জলের তলায়, কোথাও উপড়ে গিয়েছে গাছ।

বিভিন্ন কারখানায় জল ঢুকে কয়েক লক্ষ কেজি চা পাতা নষ্ট হয়েছে। বাগানের রাস্তা, কালভার্ট, শ্রমিকদের আবাসনও ক্ষতিগ্রস্থ হয়েছে। মনে করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। চা বণিকসভাগুলি রাজ্য সরকারের কাছে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে।

 

মেখলিগঞ্জের মৈনাক টি হিলস সম্পূর্ণ জলের তলায়। চ্যাংমারি চা বাগানের কারখানায় জল ঢুকে প্রায় ৫ কোটি টাকার সিটিসি এবং গ্রিন টি নষ্ট হয়ে গিয়েছে। ডুয়ার্সের গেন্দ্রাপাড়া, গাঠিয়া, গুডহোপ, জিতি, আইভিল, আনন্দপুর, বানারহাট, নাগরাকাটার অন্তত ৫০টি বড় চা বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

চা বণিকসভাগুলো সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের অন্তত দশটি চা বাগান ভূমিধসে বিধ্বস্ত হয়েছে। তরাইয়ে পনেরোটি চা বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষীনি চা বাগানের ১০০ একর এলাকা ভেসেছে। কালচিনি, বীচ, সাতালি চা বাগানও জলমগ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen