Shah Rukh Khan: গুরুতর আহত ‘ভাই শাহরুখ’, কী লিখলেন উদ্বিগ্ন ‘দিদি’ মমতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৩৫: কিং খানের পেশিতে গুরুতর আঘাতের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শাহরুখের এই চোটের খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লেখেন, “শুটিং চলাকালীন আমার ভাই শাহরুখ খানের পেশির চোট সংক্রান্ত খবর আমাকে উদ্বিগ্ন করছে। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”
প্রসঙ্গত, শুক্রবার মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, পেশিতে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা, যার ফলে আগামী এক-দু’ মাস তাঁকে শুটিং থেকে বিরতি নিতে হবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং বহু প্রতীক্ষিত ‘কিং’ ছবির শুটিং নিয়ে আগে থেকেই উত্তেজনা তুঙ্গে। শাহরুখের বিপরীতে এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, ও আরশাদ ওয়ারসি-সহ একঝাঁক তারকা। শুটিং শুরুর পর থেকেই সিনেমার নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে ট্যাটু ও পেশি প্রদর্শন করতে দেখা গিয়েছিল।
তবে ছবির শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা একটি বড় ধাক্কা হিসেবে এসেছে টিমের কাছে। নির্মাতারা এখনই শাহরুখের আঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছেন না। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসার জন্য অভিনেতা এবং তাঁর টিম আপাতত যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন বিশ্রামই একমাত্র পথ।
এই পরিস্থিতিতে ‘কিং’-এর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। অনুমান করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি ফের শুরু হতে পারে ছবির শুটিং। যদিও শাহরুখের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শারীরিকভাবে সুস্থ হয়ে তবেই ফের সেটে ফিরবেন কিং খান—এমনটাই আশা করছেন অনুরাগীরা।