পরিচালক জগন্নাথ গুহের প্রয়াণে শোক প্রকাশ শঙ্কর চক্রবর্তীর
জগন্নাথ গুহ যেখানেই থাকুন না কেন, তিনি যাতে ভাল থাকেন, সেই প্রার্থনাই করেন শঙ্কর চক্রবর্তী।
December 22, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

২০২০-তে চলে গেলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও একজন মানুষ। চলে গেলেন পরিচালক জগন্নাথ গুহ। যাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে মঙ্গলবার একটি স্টেটাস শেয়ার করেন শঙ্কর চক্রবর্তী। যেখানে তিনি জানান, তাঁর অভিনীত মেগার প্রথম পরিচালক জগন্নাথ গুহ চলে গেলেন। জগন্নাথ গুহ (Jagannath Guha) যেখানেই থাকুন না কেন, তিনি যাতে ভাল থাকেন, সেই প্রার্থনাই করেন শঙ্কর চক্রবর্তী।
