ইপেপারের পিডিএফ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়? সাবধান

সংবাদপত্রের পিডিএফ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুধু অনৈতিক নয়, বেআইনি বলেও জানাচ্ছেন আইনজীবীরা

June 14, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

নানা হোয়াটসঅ্যাপ গ্র‌ুপ থেকে সংবাদপত্রের একাধিক পিডিএফ কি রোজ সকালে আপনার কাছে চলে আসে? এর দৌলতে সংবাদপত্রের গ্রাহক না হয়েও দিব্যি সেই সব সংবাদপত্র পড়ে ফেলেন আপনি। তবে এবার সেই সুখের দিন হয়তো শেষ হতে চলেছে। কারণ সংবাদপত্রের পিডিএফ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুধু অনৈতিক নয়, বেআইনি বলেও জানাচ্ছেন আইনজীবীরা।

ই-পেপার এবং তার বিষয়বস্তুর সত্তাধিকারী হল সংশ্লিষ্ট সংবাদপত্র। ই-পেপার কপি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা কপি রাইট আইন লঙ্ঘন করছে বলে জানাচ্ছে আইনজীবীরা। বেশিরভাগ সময়ে পিডিএফ ফরম্যাটে সংবাদপত্র ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে এমন ধারণা স্বাভাবিক ভাবে জনমানসে তৈরি হয়, যে ওই সংবাদের যাবতীয় বিষয়বস্তু ওই নির্দিষ্ট সংবাদপত্রটিরই দেওয়া। এই ভাবে ভুয়ো খবরও অনেক সময় ছড়ানো হয় বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।

প্রবীণ আইনজীবী চান্দের লাল জানাচ্ছেন যে ‘এই বিষয়টিতে স্পষ্ট ভাবে কপিরাইট আইন ভঙ্গ হচ্ছে। কোনও থার্ড পার্টি কনটেন্ট (third party content) ডাউনলোড করে ছড়িয়ে দেওয়া কখনোই ব্যক্তিগত ইস্যু হতে পারে না। সংবাদপত্রের বিষয়বস্তুর ওপরে একচ্ছত্র ভাবে শুধু তাদেরই অধিকার। অন্য যে কেউ সংবাদপত্রের কোনও বিষয় ডাউনলোড করলে তা কপিরাইট আইন ভঙ্গ করা হয়।’

এই বিষয়ে সম্প্রতি তীব্র সমালোচনা করেছে দেশের প্রিন্ট পাবলিকেশনের অ্যাপেক্স বডি ইন্ডিয়ান নিউজপেপার সেসাইটি (Indian Newspaper Society)। সংবাদপত্র ডাউনলোড করার প্রবণতা বন্ধ করা না হলে শুধু যে সংবাদপত্রের ব্যবসা এবং সেখানে কর্মরত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন তাই নয়, ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার আশঙ্কাও থেকে যাবে বলে মনে করছে ইন্ডিয়ান নিউজপেপার সেসাইটি (Indian Newspaper Society)। একটি সংবাদপত্র প্রকাশ করতে বহু মানুষের শ্রম, অধ্যাবসায়, বহু অর্থ বিনিয়োগ এবং প্রযুক্তির ব্যবহার হয়। কোনও অর্থ খরচ না করেই সেই সংবাদপত্র হাতে পেয়ে গেলে তা সার্বিক ভাবে সমাজের পক্ষে ক্ষতিকর বলে মন্তব্য করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen