বন্দুক হাতে শিবানী রায়ের প্রত্যাবর্তন! ৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মর্দানি ৩’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: বলিউডে শক্তিশালী নারী চরিত্র মানেই যাঁর নাম প্রথম সারিতে উঠে আসে, তিনি রানি মুখোপাধ্যায়। অ্যাকশন ও থ্রিলারের মিশেলে তাঁর অন্যতম আইকনিক চরিত্র শিবানী শিবাজি রায় আবার ফিরতে চলেছেন পর্দায়। প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ছবি *‘মর্দানি ৩’*-এর অফিসিয়াল পোস্টার। বন্দুক হাতে, দৃঢ় দৃষ্টিতে ফের একবার অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে দেখা যাচ্ছে রানিকে।
প্রথমে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও, নির্মাতারা আগেই চমক দিয়েছেন দর্শকদের। নতুন ঘোষণা অনুযায়ী,৩০ জানুয়ারি ২০২৬**-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মর্দানি ৩’। রহস্য ও রোমাঞ্চে ভরপুর পোস্টারটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় কৌতূহল তৈরি করেছে। পোস্টারের ক্যাপশনে লেখা— “তিনি থামবেন না, যতক্ষণ না সবাই নিরাপদ। নির্ভীক পুলিশ অফিসার হিসেবে ফিরছেন রানি মুখোপাধ্যায়।”
উল্লেখ্য, ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পায় ২০১৪ সালে এবং দ্বিতীয় পর্ব আসে ২০১৯ সালে। দুটি ছবিই সমালোচক ও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল। বিভিন্ন সাক্ষাৎকারে রানি বারবার জানিয়েছেন, শিবানী রায়ের চরিত্রটি তাঁর কেরিয়ারের অন্যতম কাছের একটি অধ্যায়। পাশাপাশি বাস্তব জীবনের পুলিশ অফিসারদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শেষ হতে চলেছে অনুরাগীদের ধৈর্যের পরীক্ষা। অ্যাকশন, থ্রিল ও আবেগের মেলবন্ধনে ‘মর্দানি ৩’ কতটা ঝড় তুলতে পারে বক্স অফিসে, এখন সেটাই দেখার।