অশোকনগরে হুলুস্থুল কাণ্ড! মৃত CPM নেতার বাড়ির ভিত খুঁড়ে উদ্ধার খুলি-হাড়গোড়

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: মাটির খুঁড়তেই বেরোল খুলি-হাড়গোড়! অশোকনগরের (Ashoknagar) কল্যাণগড়ে সিপিএম (CPM) নেতার বাড়িতে হুলুস্থুল কান্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার তাঁর পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুই মানুষের খুলি ও বেশ কিছু হাড়গোড়। পুলিশ এসে কঙ্কালগুলি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার (Forensic Test) জন্য পাঠিয়েছে।

বারাসত জেলা পুলিশ সুপার (Barasat District Superintendent of Police) প্রতীক্ষা ঝাড়খরিয়া জানান, দুটি মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সোমবার এনাটমি বিশেষজ্ঞ দল আসবে। ময়নাতদন্ত ও ডিএনএ (DNA) পরীক্ষার পরই পরিষ্কার হবে কাদের দেহাবশেষ এবং মৃত্যুর কারণ কী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কল্যাণগড় স্বামীজি সংঘ ক্লাবের পাশেই ছিল প্রয়াত সিপিএম নেতা বিজন মুখোপাধ্যায়ের (Bijan Mukherjee) বাড়ি। তাঁর মেয়েরা ঘর তৈরির কাজ শুরু করতেই মিলেছে এই দেহাবশেষ।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) বলেন, “সিপিএমের হার্মাদের কলঙ্কিত ইতিহাস মাটির তলা থেকে কঙ্কাল আকারে বেরিয়ে এসেছে।” তিনি দাবি করেন, আশি-নব্বইয়ের দশকে এলাকায় সিপিএমের প্রভাবশালী নেতা ছিলেন বিজন ও তাঁর ভাই সমীর মুখোপাধ্যায়। বাম জমানায় এরা ত্রাস ছিল। তাঁর কথায়, “তৎকালীন সময়ের কংগ্রেস করত কঙ্কালগুলি তাদেরই বলে আমাদের অনুমান।”

বিধায়কের দাবি, মৃত দুই ভাইয়ের সঙ্গীদের (জগদীশ সমাদ্দার, খগেন নন্দী) এখনও জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি জানান, ২০০২ সালেও কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের পিছনের এলাকার একটি ট্যাঙ্ক থেকে পচা দেহ উদ্ধার হয়েছিল, যে ঘটনায় মানুষ আজও আতঙ্কিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen