বিয়ে নিয়ে অনুরাগীর প্রশ্নে মুখ খুললেন শ্রদ্ধা কাপুর, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৬: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তাঁর ব্যক্তিগত জীবন—এই দুই বিষয় বরাবরই গসিপ দুনিয়ার চর্চায়। বিশেষ করে রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে। এবার ফের আলোচনায় শ্রদ্ধা, তবে ভিন্ন কারণে। এক অনুরাগীর বিয়ে সংক্রান্ত প্রশ্নে তাঁর মজার ও সাবলীল জবাব সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের গয়নার ব্র্যান্ড Palmonas-এর একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন শ্রদ্ধা। ভিডিওতে তিনি মজার ছলে বলেন, পরিসংখ্যান অনুযায়ী ভ্যালেন্টাইনস ডের আশেপাশে সবচেয়ে বেশি ব্রেক-আপ হয়। কেন এমন হয়, তা নিয়ে হালকা ভাবনা-চিন্তার পর তিনি ঠাট্টা করে যোগ করেন—এই ‘সিঙ্গল সিজন’ এড়াতে চাইলে তাঁদের গিফট বক্স কিনে নেওয়াই ভালো!
View this post on Instagram
এই ভিডিওর কমেন্ট সেকশনেই এক নেটিজেন প্রশ্ন করেন, “বিয়ে কবে করবেন শ্রদ্ধা কাপুর জি?” প্রশ্নের জবাবে একে বারেই রাখঢাক না করে অভিনেত্রীর উত্তর, “ম্যাঁ করুঙ্গি, ইউ বিবাহ করুঙ্গি (আমি করব, আমি বিয়ে করব)।” এই সংক্ষিপ্ত অথচ রসিক মন্তব্যই মুহূর্তে উসকে দেয় অনুরাগীদের উত্তেজনা। কেউ লেখেন, “আমার সঙ্গে করে নাও”, আবার কেউ সরাসরি জানতে চান—“কবে?”
উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে মুম্বইয়ে একসঙ্গে ডিনারে দেখা যাওয়ার পর থেকেই শ্রদ্ধা ও রাহুল মোদীর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু। যদিও তাঁরা প্রকাশ্যে কিছু স্বীকার করেননি, তবু একসঙ্গে দেখা যাওয়া ও ইনস্টাগ্রামে মজার ছবি পোস্ট করা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। বিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল, তবে ২০২৪ সালের ডিসেম্বরে রাহুলের সঙ্গে ভাদা পাও ডেটের ছবি পোস্ট করে সেই জল্পনায় ইতি টানেন শ্রদ্ধা।