মহাকাশে পৌঁছে শিশুর মতো হাঁটতে শিখছেন শুভাংশু, আর কী জানালেন ভারতীয় নভশ্চর?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:২২: বুধবার দুপুরে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে ২৪ ঘণ্টা কাটিয়ে ফেলেছেন মহাকাশে। মহাকাশে গোটা একটা দিন কাটিয়ে ফেলার অভিজ্ঞতার কথা জানিয়েছে শুভাংশু। প্রসঙ্গত, শুভাংশুদের অভিযানের নাম অ্যাক্সিয়ম-৪। ১৪ দিনের এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন নভশ্চররা।
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে মহাকাশে থাকা চার নভশ্চর কথা বলেন, নিজেদের অভিজ্ঞতার কথা জানান। অ্যাক্সিয়ম স্পেসের এক্স হ্যান্ডলেও তা ভিডিও আকারে সরাসরি সম্প্রচারিত হয়েছে। শুভাংশু বলেন, যাত্রা শুরুর সময়ে তাঁর অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সফর খুব ভাল ছিল। মহাকাশে পৌঁছতেই অস্বস্তি শুরু হয়। গতকাল নাকি তিনি পড়ে পড়ে ঘুমিয়েছেন। শুভাংশু আরও বলেন, “শিশুর মতো হাঁটতে শিখছি! শিখছি কী ভাবে হাঁটতে হয়, কী ভাবে খেতে হয়!”
শুভাংশুরা এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে রয়েছেন। প্রতি ঘণ্টায় ২৬,৫০০ কিলোমিটার বেগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে এগিয়ে চলেছে শুভাংশুদের মহাকাশ যান। ভারতীয় সময় অনুযায়ী আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁদের গন্তব্যে পৌঁছোনোর কথা।