অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হার, শুভমন গিল যুগের সূচনা ব্যর্থতায় ঢেকে গেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৪: অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে পরাজিত হয়ে সিরিজ হারল ভারত। বৃহস্পতিবারের এই ম্যাচে মিচেল মার্শের নেতৃত্বে দারুণ পারফরম্যান্স দেখাল সঅস্ট্রেলিয়া,যার ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিল অজিরা। প্রথম ম্যাচে পার্থে ৭ উইকেটে হারের পর এই ম্যাচে ভারতের কাছ থেকে প্রত্যাবর্তনের আশা করা হলেও, শেষ পর্যন্ত শুভমন গিলের নেতৃত্বাধীন দলটি ব্যর্থ হল নিজেদের প্রথম সিরিজ বাঁচাতে।
গুরুত্বপূর্ণ টস জিতে অস্ট্রেলিয়া আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুভমন গিল (৯) ও বিরাট কোহলি (০) দ্রুত সাজঘরে ফেরেন, জেভিয়ার বার্টলেটের ধারালো বোলিংয়ের সামনে। এরপর রোহিত শর্মা (৭৩) ও শ্রেয়াস আইয়ার (৬১) মিলে গড়েন শতরানের জুটি, যা দলের ইনিংসকে স্থিতিশীল করে তোলে। তবে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে অক্ষর প্যাটেলের ৪৪ ও তরুণ হর্ষিত রানার ঝড়ো ২৪ রানের ক্যামিওয় ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রানে থামে।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়া। জ্যাক শর্ট (৭৪) ও কনোলি (৬১) ব্যাটে ভর করে দলটিকে এগিয়ে নিয়ে যান। এছাড়াও ট্র্যাভিস হেড (২৮), রেনশ (৩০) ও ওয়েন (৩৬)-এর ছোট কিন্তু কার্যকর ইনিংসগুলো অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। ভারতের পক্ষে অর্শদীপ সিং, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর বল হাতে লড়াই করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪.২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজিরা।
এই পরাজয়ের সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ মাটিতে আরেকটি সিরিজ হার যোগ হল। শেষবার ২০২৪ সালে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে হেরেছিল ভারত, তখন দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এবার গিলের নেতৃত্বে প্রথম সিরিজেই পরপর দুই পরাজয় — যা তরুণ অধিনায়কের জন্য বড় ধাক্কা।
ভারতের সামনে এখন সিরিজের শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াই। কিন্তু তার আগে স্পষ্ট, গিল যুগের সূচনা মোটেও প্রত্যাশামতো হলো না। দলকে আবার ঘুরে দাঁড়াতে হলে ব্যাট ও বল — দুই বিভাগেই আরও ধারালো হতে হবে।