হাওড়ার আমশা গ্রাম মেতে উঠেছে সিদ্ধেশ্বরীর পুজোয়

উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের ছোট আমশা গ্রামে চলছে উৎসবের আমেজ।

February 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের ছোট আমশা গ্রামে চলছে উৎসবের আমেজ। সিদ্ধেশ্বরী কালীর পুজো উপলক্ষ্যে মেতে উঠেছে গোটা গ্রাম। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরের বয়স দুশো বছরেরও বেশি। মা সিদ্ধেশ্বরী কালীর প্রতিষ্ঠা দিবসে, আনন্দে মেতে উঠলেন গ্রামবাসীরা। মঙ্গলবার মা কালীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বহু ভক্ত মন্দিরে পুজো দিতে এসেছিলেন।

জানা যায়, বহু বছর আগে এই গ্রামের বাসিন্দা বৈকুন্ঠ পুরকাইত ২৪ পরগনায় বিয়ে করেন। বাপের বাড়িতে থাকাকালীন বৈকুন্ঠ পুরকাইতের স্ত্রী মা সিদ্ধেশ্বরী কালীর পুজো করতেন। জনশ্রুতি অনুযায়ী, একদিন মা সিদ্ধেশ্বরী কালী তাঁকে স্বপ্নাদেশ দেন, স্বপ্নেই মা আমশা গ্রামে একটি নিম গাছের নীচে তাঁকে প্রতিষ্ঠা করতে নির্দেশ দেন। তারপর থেকে সেখানেই দেবীর পুজো হয়ে আসছে। মন্দিরে নিত্যপুজো ছাড়াও প্রতি বছর ফাল্গুন মাসের দ্বিতীয় মঙ্গলবার, মায়ের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সারাদিন ধরে পুজো পাঠ চলে। ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen