Bengal Industries: বাংলার শিল্পখাতে উল্লেখযোগ্য বৃদ্ধি, জাতীয় গড়কে ছাড়িয়ে গেল রাজ্য
বাংলার শিল্পখাতে ২০২৪-২৫ অর্থবছরে ৭.৩% বৃদ্ধি (growth rate) রেকর্ড করা হয়েছে, যা জাতীয় গড় ৬.২%-এর থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৩: বাংলার শিল্পখাতে (industry sector) ২০২৪-২৫ অর্থবছরে ৭.৩% বৃদ্ধি (growth rate) রেকর্ড করা হয়েছে, যা জাতীয় গড় ৬.২%-এর থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এই সাফল্যের মাধ্যমে বাংলা এখন দেশের শীর্ষ পাঁচটি রাজ্য অর্থনীতির (top five state economies) তালিকায় স্থান করে নিয়েছে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) কলকাতায় সিআইআই ইস্টার্ন রিজিয়ন (CII Eastern Region) আয়োজিত ‘লজিস ইস্ট ২০২৫’ (Logis East 2025) ইভেন্টে এই তথ্য জানান।
তিনি আরও উল্লেখ করেন যে জাতীয় বেকারত্বের হার (unemployment rate) জানুয়ারি মাসে ৭.৯% থাকলেও বাংলায় এই হার মাত্র ৪.১%। তিনি বলেন যে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (gateway to Northeast) হিসেবে বাংলার কৌশলগত গুরুত্ব (strategic importance) অপরিসীম। রাজ্যে রয়েছে দেশের তৃতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক (road network), যার মধ্যে ১৭টি জাতীয় সড়ক (National Highways) এবং ২টি এশিয়ান হাইওয়ে (Asian Highways) অন্তর্ভুক্ত।
সিআইআই পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিস দত্ত (Debashis Dutta) OECD সাপ্লাই চেইন রেজিলিয়েন্স রিভিউ (OECD Supply Chain Resilience Review) উদ্ধৃত করে বলেন, মাথাপিছু জিডিপি বৃদ্ধি (GDP per capita) এবং জিডিপিতে বাণিজ্যের অংশীদারিত্ব বৃদ্ধির মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক রয়েছে। তাঁর মতে, বাংলার অর্থনৈতিক প্রবৃদ্ধি এই প্রবণতাকে আরও শক্তিশালী করছে।