সিকিম যেতে দিতে হবে ‘এন্ট্রি ফি’! জানেন কত টাকা ব্যয় হবে?
পর্যটকদের জন্য এন্ট্রি ফি চালু করল সিকিম সরকার। জানা গিয়েছে, সিকিমে আসা প্রত্যেক পর্যটকের কাছ থেকে মাথা পিছু ৫০ টাকা করে দেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের জন্যেই এই টাকা নিচ্ছে সিকিম সরকার। রেজিস্ট্রেশন অব ট্যুরিস্ট ট্রেড রুলস-২০২৫ অনুসারে এই ফি আদায় করা হচ্ছে।

ছবি সৌজন্যে: India Today
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পর্যটকদের জন্য এন্ট্রি ফি চালু করল সিকিম সরকার। জানা গিয়েছে, সিকিমে আসা প্রত্যেক পর্যটকের কাছ থেকে মাথা পিছু ৫০ টাকা করে দেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের জন্যেই এই টাকা নিচ্ছে সিকিম সরকার। রেজিস্ট্রেশন অব ট্যুরিস্ট ট্রেড রুলস-২০২৫ অনুসারে এই ফি আদায় করা হচ্ছে।
হোটেলে প্রবেশের সময়তেই ফি নেওয়া হবে। সিকিমের পর্যটন ও বেসরকারি বিমান চলাচল বিভাগের প্রধান সচিব সি এস রাও জানান, পাঁচ বছরের কম বয়সের শিশু ও সরকারি কাজে আসা পর্যটকদের কাছ থেকে ফি নেওয়া হবে না। ৫০ টাকা ফি দিলে পর্যটকরা এক মাসের জন্য সিকিমের বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। টানা এক মাস কেউ সিকিমে থাকলে একাধিকবার হোটেল পরিবর্তন করলেও ফি দিতে হবে না।