দুর্গাপুজোর সময়ে নারী-নিরাপত্তায় অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, নতুন অ্যাপটি দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য চালু করা হবে

September 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোর সময়ে নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হলে বা যেকোনও বিপদে পড়লে মহিলারা সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নতুন মোবাইল অ্যাপ চালু হচ্ছে।

বিপদে পড়লে অ্যাপের মাধ্যমেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, নতুন অ্যাপটি দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য চালু করা হবে। অ্যাপে প্যানিক বাটন-সহ আরও বেশ কিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজো ও আরজি কর কাণ্ডকে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যার ছড়াছড়ি! কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ-প্রশাসন

শিলিগুড়ি পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, পুজোর সময় ‘পিঙ্ক পেট্রলিং ভ্যান’ থাকবে। মহিলা পুলিশ কর্মীরা থাকবেন। রাস্তাঘাটে কোনও সমস্যা হলে অনেক সময় মহিলারা পুরুষ পুলিশ কর্মীদের বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। সে’কারণে মহিলা পুলিশ কর্মীদের ভ্যান টহল দেবে শহরে।

দুর্গাপুজোর সময়ে ‘উইনার্স বাহিনী’ও মোতায়েন থাকবে। পুজো মণ্ডপগুলি ছাড়াও ভিড় এলাকায় নারীদের নিরাপত্তায় ‘উইনার্স বাহিনী’ টহল দেবে। বাড়তি মহিলা পুলিশ মোতায়েন থাকবে। বড় মণ্ডপে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। প্রতিটি মণ্ডপে হেল্প-ডেক্স রাখতে বলা হয়েছে। পুজোর সময় শিলিগুড়ি শহরে মোট ২২টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। রাতভর অ্যাসিস্ট্যান্স বুথে পুলিশ কর্মীরা থাকবেন বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen