SIR আতঙ্কে মৃত্যু মিছিল অব্যাহত! উলুবেড়িয়ায় আত্মহত্যা যুবকের, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৭

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৪: রাজ্যজুড়ে বাড়ছে এসআইআর (Statewide Intensive Revision) আতঙ্ক। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও ভয়। সেই আতঙ্কেই ফের প্রাণ গেল এক যুবকের। হাওড়ার উলুবেড়িয়ার খলিসানি এলাকার বাসিন্দা বছর তিরিশের জাহির মাল আত্মঘাতী বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, নথিতে নামের বানান ভুল নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন জাহির। এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্ক আরও বেড়ে যায়।
সূত্রের খবর, জাহিরের ভোটার তালিকার নামের বানানে ভুল ছিল। একাধিকবার সংশোধনের চেষ্টা করেও সেই ভুল ঠিক করতে পারেননি তিনি। কমিশনের নির্দেশ অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বিকল্প ১১টি নথি গ্রহণযোগ্য হলেও, জাহিরের সেই নথিগুলির একটিতে বানান বিভ্রাটের কারণে তিনি প্রশাসনিক সমস্যায় পড়েছিলেন। ফলত, নাগরিকত্ব হারানোর ভয় তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সেই ভয়ই শেষ পর্যন্ত তাঁর জীবনের ইতি টেনে দিল, অভিযোগ পরিবারের।
ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত প্রতিক্রিয়া জানান। তাঁর নির্দেশে মন্ত্রী পুলক রায় পৌঁছন মৃতের বাড়িতে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখযোগ্যভাবে, গত এক মাসে রাজ্যজুড়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। প্রশাসন যদিও বলছে, আতঙ্কের কোনও কারণ নেই—সকলের বৈধ নথি থাকলে কোনও নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হবে না। তবুও রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিক আতঙ্ক থামছে না।