SIR in Bengal: গ্রাহ্য হবে না ডোমিসাইল সার্টিফিকেট, কমিশনের সিদ্ধান্তে অনিশ্চিত লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার

January 5, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২২: একের পর এক সিদ্ধান্ত বদল, নতুন নিয়ম আরোপ। অভিযোগ, পরিকল্পনাহীন SIR-র জেরে নাজেহাল হচ্ছেন আম জনতা। এবার আরও এক তুঘলকি সিদ্ধান্ত নিল কমিশন। যার জেরে বিপাকে পড়তে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, ডোমিসাইল সার্টিফিকেট প্রামাণ্য নথি হিসাবে গ্রহণযোগ্য হবে না।

SIR শুনানিতে ডাক পাওয়ার পর প্রমাণপত্র হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বহু ভোটার। কমিশন সূত্রে খবর, সেই সব শংসাপত্র আর প্রমাণ্য নথি বলে গ্রহণযোগ্য হবে না। শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের এমন লক্ষাধিক ভোটারের ভোটাধিকার ঘিরে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না-থাকা অর্থাৎ যাঁদের ম্যাপিং হয়নি এমন নো-ম্যাপ ভোটারদের শুনানির নোটিশ পাঠিয়েছিল কমিশন। বলা হয়েছিল, শুনানিতে ডাক পাওয়া ভোটারকে কমিশন নির্ধারিত ১৩টি নথির মধ্যে যেকোনও একটি নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। ‌তার মধ্যে একটি নথি হিসাবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন। বহু ভোটার শুনানিতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন। তা জমা নেওয়াও হয়েছে।

কমিশন জানিয়েছিল, সমস্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য কি-না, তা যাচাই করবেন জেলাশাসক বা DEOরা। এই সার্টিফিকেট কোন আধিকারিক স্তরে ইস্যু করা হয়, তা জানতে রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জবাবে রাজ্য জানিয়েছিল, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলাশাসকদের হাতে। তারপর এই শংসাপত্র ইস্যু করেন অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক বা এসডিও। এসডিওরাই SIR পর্বে ইআরওর দায়িত্ব পালন করছেন। রাজ্যের চিঠি পাওয়ার পরই ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি-না, তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল CEO অফিস।

চিঠির প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট প্রমাণ্য নথি হিসাবে গ্রহণযোগ্য হবে না। কার্যত কমিশনের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে গেল বহু ভোটারের ভাগ্য। কমিশনের যুক্তি, রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝায়, ডোমিসাইল সার্টিফিকেট তা নয়। এক্ষেত্রে তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য হতে পারে না। ফলে, যাঁরা শুনানিতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তাঁদের ফের শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen