SIR in Bengal: হোয়াটসঅ্যাপে ‘বেআইনি’ নির্দেশ! কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল

January 14, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩৫: পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে এবার নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপির (BJP) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (AITC)। দলের দাবি, নির্বাচন কমিশনের লিখিত নির্দেশিকাকে পাশ কাটিয়ে নিছক হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর মাধ্যমে অনানুষ্ঠানিক নির্দেশ পাঠিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।

সম্প্রতি একটি স্বাধীন তদন্তকারী রিপোর্টে দাবি করা হয়েছে যে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক অধস্তন কর্মীদের হোয়াটসঅ্যাপে বিশেষ নির্দেশ পাঠিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলেই এক্স (X) হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসক দল।

তৃণমূলের অভিযোগ, “যখন মানুষ বিজেপিকে বেছে নেয় না, তখন ওরা খেলার নিয়মই বদলে দেয়।” দলের দাবি, যাচাইকৃত রিপোর্ট বা ভেরিফায়েড রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে, কমিশনের লিখিত গাইডলাইন উপেক্ষা করে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নিয়ম ভাঙা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ভেরিফিকেশনের সময়সীমা কমিয়ে আনা হয়েছে এবং আইনি মেয়াদ শেষ হওয়ার আগেই ভোটারদের ‘অনুপস্থিত’ (Absent) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটারদের নির্দিষ্ট সময় দেওয়া এবং একাধিকবার বাড়িতে গিয়ে যাচাই (Home visits) করা বাধ্যতামূলক। কিন্তু তৃণমূলের দাবি, অনানুষ্ঠানিক নির্দেশের মাধ্যমে এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। দলের তরফে বলা হয়েছে, “রেকর্ডের বাইরে নিয়ম বদলানোর অর্থ হলো দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া। এর একমাত্র উদ্দেশ্য হলো মানুষের ভোটাধিকার হরণ করা।”

তৃণমূল কংগ্রেস আরও জানিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সবার আগে এই বিষয়টি সর্বসমক্ষে এনেছিলেন। এখন স্বাধীন তদন্তেও সেই সত্য প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়ে তৃণমূল প্রশ্ন তুলেছে, “কার নির্দেশে এই ভোট চুরির ছক কষা হয়েছে এবং কতজন নাগরিককে নীরবে তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, তার উত্তর কমিশনকে দিতেই হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen