SIR in Bengal: রাজ্যের সরকারি কর্মীদের পূরণ করতে হবে ডিক্লারেশন ফর্ম, নির্দেশ কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: একের পর এক নির্দেশ! এবার রাজ্যের সরকারি কর্মীদের ডিক্লারেশন (Declaration Form) ফর্ম পাঠাচ্ছে কমিশন। ইতিমধ্যেই রাজ্য সরকারের নানান দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে কমিশন। বলা হয়েছে, ভোটার তালিকায় দুই জায়গায় নাম থাকলে এক জায়গায় কাটাতে হবে।
সূত্রের খবর, রাজ্যের অনেক সরকারি কর্মচারী রয়েছেন, যাঁরা এ রাজ্য বাদ দিয়েও অন্য রাজ্যের ভোটার ছিলেন বা এখনও আছেন, এমনই তথ্য পেয়েছে কমিশন। বাংলার ১০ লক্ষ সরকারি কর্মীকেই হলফনামা জমা দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সময়সীমা না-জানানো হলেও যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।
ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। কমিশন দেখেছে, রাজ্য সরকারের অনেক কর্মীর নাম এখনও একের বেশি জায়গায় রয়েছে গিয়েছে।
রাজ্য সরকারের কর্মীরা কেবল একটি জায়গাতে ভোটার হিসাবে নথিভুক্ত থাকতে পারবেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন, তাহলে সেই তথ্য হলফনামা হিসেবে কমিশনের কাছে জমা থাকবে। পরবর্তীতে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ করবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের জন্য আলাদা করে ফর্ম চালু করা হয়েছে। ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, তাঁদের নাম অন্য কোনও জায়গার ভোটার তালিকায় রয়েছে কি-না। যদি অন্য জায়গায় নাম থাকে, সেই নাম বাদ দেওয়ার জন্য কোনও উদ্যোগ নিয়েছেন কি-না, তাও জানাতে বলা হয়েছে।