SIR in UP: ইনিউমারেশন পর্বেই বাদ প্রায় তিন কোটি ভোটার, প্রকাশ্যে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের খসড়া তালিকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: SIR-র পর প্রকাশিত হল উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা। প্রথম পর্বেই বাদ গেল ২.৮৯ কোটি ভোটার। বিগত লোকসভা নির্বাচনের সময় BJP শাসিত উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। ইনিউমারেশন পর্ব শেষে খসড়া তালিকায় ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম ঠাঁই পেয়েছে।
নাগাড়ে তিন দফায় সময়সীমা বাড়ানোর পর শেষমেষ উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। বাংলায় প্রায় পাঁচ গুণ নাম বাদ গেল যোগীরাজ্যে। ডবল ইঞ্জিন ওই রাজ্যের মোট ভোটারের ১৮.৭০ শতাংশের নাম বাদ গিয়েছে। এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়া নিয়ে অসন্তুষ্ট যোগী। ঘনিষ্ঠ মহলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলেও বিজেপি সূত্রে খবর।
কমিশন সূত্রে খবর, ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার রয়েছেন বাদ পড়ার তালিকায়। দুই জায়গায় নাম রয়েছে এমন ভোটার অর্থাৎ ডুপ্লিকেট ২৫ লক্ষ ৪৬ হাজার, স্থানান্তরিত ভোটার ৮৩ লক্ষ ৭৩ হাজার। এছাড়াও ৯ লক্ষ ৫৭ হাজার ভোটারের নামও খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর। ৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।